নির্বাচনে অনিয়মের চেষ্টা করলে দুর্বার আন্দোলন: কাদের মির্জা

প্রতিনিধি, নোয়াখালী: বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, ‘নির্বাচনে আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য ওবায়দুল কাদেরকে দলে কোণঠাসা করে নিজেদের স্বার্থ হাসিল করতে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ফেনী ও কবিরহাট থেকে অস্ত্র

সরবরাহ করা হচ্ছে। বারবার ডিসি-এসপিকে বলার পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

এসময় তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বসুরহাটে নির্বাচনে আগে বা পরে যদি কোনো মায়ের বুক খালি হয়, আমার কোনো মানুষের যদি রক্ত ঝরে, কোনো বাড়িতে যদি আগুন লাগেÑএর দায়-দায়িত্ব ডিসি, এসপি ও নির্বাচন অফিসারকে নিতে হবে। এর পরপরই ডিসি, এসপি ও নির্বাচন অফিসারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

গতকাল রোববার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারাও বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘এখনও সময় আছে অস্ত্র উদ্ধার করুন। সন্ত্রাসীদের ধাওয়া করে এলাকাছাড়া করুন। নতুবা সন্ত্রাসীরা যদি জনতার হাতে ধরা পড়ে, তাদের মদতদাতারা বাঁচাতে পারবে না।’

তিনি বলেন, ‘যে ডিসি একরামের নাম লেখা মাক্স মুখে দিয়ে চলে, সে ডিসি নিরপেক্ষ হতে পারে না। তার কথাবার্তায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়।’ এসময় তিনি নারায়ণগঞ্জের সংসদ সদস্যের উদ্দেশে বলেন, ‘টকশোতে বসে অনেক কথা বলেন। একবার এসে দেখে যান। এখানে দল ঐক্যবদ্ধ, এখানে কোনো বিশৃঙ্খলা নেই। অনুমাননির্ভর বক্তব্য দিয়ে দলের ক্ষতি করার চেষ্টা করবেন না।’

আবদুল কাদের মির্জা বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম ভালো মানুষ। অথচ ডিসি-এসপি তার কথা শোনেন না। এমনকি তার উপজেলার ইউএনও তার কথা শোনে না। তারা ওই টেন্ডারবাজ, নিয়োগ বাণিজ্য করা হাইব্রিড নেতাদের চামচামি করে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাশীল সেলিম সাহেব। নেত্রী তাকে পছন্দ করেন।’