Print Date & Time : 5 July 2025 Saturday 4:47 pm

নির্বাচনে থাকছে না জাতিসংঘের পর্যবেক্ষক

শেয়ার বিজ ডেস্ক:বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। তবে দেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানায় আন্তর্জাতিক সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের বরাতে ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মী ও সমালোচকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর চলমান দমন-পীড়ন একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান অসম্ভব করে তুলেছে। এমন অবস্থায় বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘ

মহাসচিব কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেন, ‘না আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই। জাতিসংঘ এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। সুনির্দিষ্ট বা বিশেষ কোনো কারণ না থাকলে আমরা এটা (পদক্ষেপ নেওয়া) করিও না।’ তিনি আরও বলেন, ‘আমরা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থার প্রতিবেদন দেখেছি।

আমরা আবারও সংশ্লিষ্ট সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে জনগণ অবাধে ও স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, তা যেন হয়রানিমুক্ত হয়।’