Print Date & Time : 31 August 2025 Sunday 12:47 am

নির্বাচনে হার, রাস্তার ইট তুলে নিলেন সাবেক চেয়ারম্যান!

শেয়ার বিজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনে হেরে সলিং করা রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে। উপজেলার শালীহর গ্রামের মরহুম আফতাব উদ্দিন মেম্বারের বাড়ির সামনের রাস্তা থেকে তার লোকজন ইট তুলে নেন তিনি। তিনি গত ডিসেম্বরে গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৎকালীন চেয়ারম্যান আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন বঞ্চিত হলে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে অংশ নেন। তবে তিনি হেরে যান। গৌরীপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন মো. হযরত আলী। রাস্তাটি আনোয়ার হোসেন চেয়ারম্যান থাকাকালে প্রায় ৮ মাস আগে নির্মাণ করা হয়। নির্বাচনে পরাজিত হওয়ায় তিনি সলিং করা রাস্তার ইট তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, রাস্তার অনুমোদন হয়নি। চেয়েছিলাম এলজিএসসি প্রকল্পের মাধ্যমে করব। সেটা করতে পারি নাই। তাই যার কাছ থেকে ইট এনেছিলাম, তাকে বলেছি- ইট তুলে নিয়ে যেতে।

ওই গ্রামের ইট বিক্রেতা রজব আলীর ছেলে আব্দুস সালাম বলেন, চেয়ারম্যানকে ইট দিয়েছিলাম, তিনি এখন টাকাও দিতে পারছেন না, ইটও দিচ্ছেন না। তাই ইট তুলে নিতে বলেছেন।

গৌরীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাস্তাটি সংরক্ষণের জন্য বর্তমান চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে যারা ইট তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।