Print Date & Time : 15 August 2025 Friday 5:02 am

নির্বাচন করবেন না অপরাহ উইনফ্রে

 

শোবিজ ডেস্ক: টিভিতে ‘টক শো’ উপস্থাপনা করে সারা বিশ্বেই দারুণ জনপ্রিয় অপরাহ উইনফ্রে। ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলা হিসেবে শীর্ষে ছিলেন পাঁচবার। ধারণা করা হচ্ছিল, এ খ্যাতি আর জনপ্রিয়তাকে রাজনীতির মাঠে কাজে লাগাতে পারেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথাও শোনা যাচ্ছিল। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হটিয়ে হোয়াইট হাউজের নতুন বাসিন্দা হবেন অপরাহ উইনফ্রেÑ এমন ভাবনাও ভাবতে শুরু করেছিলেন অনেকেই।

কিন্তু সে সম্ভাবনাকে ‘না’ বলেছেন তিনি। বলেছেন, আপাতত প্রেসিডেন্ট নির্বাচন করার কোনো ইচ্ছা নেই তার। এ ধরনের কাজে খুব একটা আগ্রহ খুঁজে পান না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। তবে এ কাজে আমি কখনও জড়াতে চাই না।’

২০১৫ সালে ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন অপরাহ উইনফ্রেই হতে পারে তার যোগ্য রানিং মেট। তবে অপরাহ উইনফ্রে আপাতত তার ‘দ্য অপরাহ উইনফ্রে শো’ নিয়েই ব্যস্ত থাকতে চান।