Print Date & Time : 29 August 2025 Friday 12:00 pm

নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে আসা না আসার স্বাধীনতা থাকলেও নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নেই। সোমবার (২৪ জুলাই) বাংলাদেশে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সাথে এক সৌজন্য সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী পরিবেশ কেউ নষ্ট করছে কিনা সেটা দেখার বিষয়। এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সরকার চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে আসুক। সরকার কাউকে নির্বাচন থেকে বিরত করতে চায় না বলেও জানান তিনি।

ইন্টারনেট শাটডাউন করে সরকার মানুষের অধিকার হরণ করছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে না। বরং বিএনপি তাদের পেইড এজেন্ট দিয়ে বিদেশে বসে সরকারের বিরুদ্ধে বিষোদগার এবং চরিত্রহনন করছে। এটা ডিজিটাল অপরাধ বলে মনে করেন ড. হাছান মাহমুদ ।