Print Date & Time : 14 August 2025 Thursday 6:17 pm

নির্ভার হয়ে খেলতে চান টাইগাররা

 

ক্রীড়া ডেস্ক: কয়েক ঘণ্টা পরই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে বেশ ফুরফুরে হাথুরুসিংহের শিষ্যরা। কোনো চাপ নিতে চায় না টিম টাইগার্স। বিরাট কোহলিদের বিপক্ষে নির্ভার হয়ে মাঠের ক্রিকেটে মনোযোগী হতে চায় তারা। গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন লাল-সবুজদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই সমর্থকদের মধ্যে উত্তাপ, উৎকণ্ঠা। এরই মধ্যে এ ম্যাচকে ঘিরে মাঠের বাইরে শুরু হয়েছে নানা গুঞ্জন। কিন্তু তা কানে পাতছেন না মাশরাফি। বিরাট কোহলিদের সঙ্গে এ ম্যাচটাকে অন্য ম্যাচের মতোই খেলতে চান তিনি। ‘আমরা শুরু থেকেই ম্যাচ বাই ম্যাচ খেলেছি। এটা একটা আলাদা ম্যাচ। অবশ্যই হাইট থাকবে। আমরা জয়ের জন্যই নির্ভার হয়েই খেলব। তবে আমাদের সবার উচিত রিলাক্স থাকা।’

মাঠের বাইরের নানা গুঞ্জন নিয়ে ম্যাশ বলেন, ‘প্রথমত হচ্ছে এগুলো ক্রিকেটারদের কন্ট্রোলের বাইরে থাকে। এটা আমাদের কারোরই কাম্য নয়। এটা কোনো টিমের অধিনায়ক বললেই কাজ হয় না। আমার মনে হয় সেদিকে মন না দিয়ে নিজের কাজটা করাটা ভালো।’

গত কয়েক বছর ধরে বাংলাদেশ দল দেশ ও বিদেশের মাটিতে ভালো খেলছে। যে কারণে আজকের ম্যাচ নিয়ে সমর্থকদের প্রত্যাশাটাও বেশি। তবে মাশরাফি বিন মুর্তজা সবাইকে ধৈর্য ধরতে বললেন। ‘আমরা যখন গ্রুপ পর্বে ছিলাম, তখনও বলেছিলাম কাজটি কঠিন হবে। সেমিফাইনাল থেকে এগিয়ে যেতে হলে একই কাজ (কষ্ট) করতে হবে। আমি এটুকুই বলব, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। ফলাফল কাদের দিকে যাবে, সেটা সময়ই বলে দেবে। দর্শকদের বলবো  ধৈর্য ধরতে। আমরা আমাদের সেরাটা দিয়েই লড়বো।