নির্মাণকাজ শেষ হওয়ার আগেই দেবে গেল সাড়ে তিন কোটি টাকার সেতু

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর মাঝখানে দেবে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টাঙ্গাইল-বেড়াডোমা-ওমরপুর সড়কের বেড়ডোমা এলাকার লৌহজং নদীর ওপর নির্মিত সেতুটি দেবে যায়। স্থানীয়দের অভিযোগ, নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কারণে সেতুটি দেবে গেছে। এছাড়া এখানে ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের গাফিলতিও রয়েছে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় টাঙ্গাইল পৌরসভা সেতুটির বাস্তবায়ন করছে। আট মিটার প্রশস্ত ও ৩০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা। ২০২০ সালের ১২ নভেম্বর থেকে সেতুটির নির্মাণকাজ শুরু করা হয়। ব্রিক্সস অ্যান্ড ব্রিজ লিমিটেড অ্যান্ড দি নির্মিতি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজটির বাস্তবায়ন শুরু করে। গত ১১ মে কাজটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে সেতুটির ওপরের অংশে ঢালাই করা হয়। বৃহস্পতিবার রাতে সেতুটির সেন্টারিং শাটারিং সরে গিয়ে মাঝখানে প্রায় সাড়ে তিন ফুট দেবে যায়। ফলে নির্মাণকৃত সেতুটি কোনো কাজেই আসছে না। এতে একদিকে সরকারের সাড়ে তিন কোটি টাকার অপচয় হলো, অন্যদিকে পশ্চিম টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের লক্ষাধিক মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেল কয়েকগুণ।

বেড়াডোমা এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার আগেই দেবে গেছে। ভেবেছিলাম অল্পদিনের মধ্যেই এই সেতু দিয়ে চলাচল করতে পারব। কিন্তু এখন আরও দুর্ভোগ বেড়ে গেল। সেতুটি নির্মাণের শুরুতে বিকল্প হিসেবে বেইলি ব্রিজ তৈরি করা হয়েছে। সেটির অবস্থাও ভালো নয়। যানবাহন নিয়ে চলাচল করা যায় না।’

ভুক্তভোগী খোরশেদ হোসেন বলেন, ‘ইঞ্জিনিয়ার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সেতুটি দেবে গেছে। এতে আমাদের আরও কয়েক বছর দুর্ভোগ পোহাতে হবে।’

৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, ‘দুর্ভোগ লাঘবে কাজটি শেষ করার জন্য বারবার তাগিদ দেয়া হয়েছে। কিন্তু পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কোনো কথাই শোনে না। সেতুটি দেবে যাওয়ায় লাখ লাখ মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেল।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের আমিরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার। তবে জামিল ভাইসহ কয়েকজনে বাস্তবায়ন করছে। আমার নেতৃত্বে কোনো কাজ বাস্তবায়ন করা হচ্ছে না।’

পৌরসভার ইঞ্জিনিয়ার শিব্বির আহমেদ আজমী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি করে মূল রহস্য উদ্ঘাটন করা হবে।’