প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিল্ডিং নির্মাণের কনস্ট্রাকশন কাজে কেমিক্যাল ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নির্মাণশ্রমিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার চাপরাশিরহাট বাজারের জাফর কমিউনিটি সেন্টারে এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল লিমিটেড এ কর্মশালার আয়োজন করে।
এসময় নির্মাণকাজে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে গুণগত মান যাচাই এবং এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি সম্পর্কে আলোচনা করেন অতিথিরা। পরে নৈশভোজ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।
এতে টেকনিক্যাল বক্তব্য দেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মনির হোসাইন। মিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান রাজু।
এরিয়া ম্যানেজার মো. সারোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জোনাল সেলস ম্যানেজার (জোন-৪) মো. সউদ আলী রুবেল।
বক্তারা ভবন নির্মাণকাজে কন্সট্রাকশন কেমিক্যালের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং সে সম্পর্কে নির্মাণশিল্পীদের দিকনির্দেশনা দেন।
কর্মশালায় কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণকাজের ঠিকাদারসহ শতাধিক নির্মাণশিল্পী অংশগ্রহণ করেন।