Print Date & Time : 7 August 2025 Thursday 4:28 am

নির্মাণ খাতে নিরাপত্তা বৃদ্ধি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গত শনিবার রাজাধানীর ডেল্টা লাইফ টাওয়ারে ‘নির্মাণ খাতে নিরাপত্তা বৃদ্ধি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের নির্মাণ খাতে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি অ্যধাপক নিজামউদ্দিন আহমেদ।
লাফার্জহোলসিমের কনসালটেন্ট মহিউদ্দিন বাবরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শান্তা হোল্ডিংস লিমিটেড, অ্যাসেট ডেভেলপমেন্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, বাংলাদেশ অকুপেশনাল হেলথ সেফটি অ্যান্ড ইনভায়রনমেন্ট ফাউন্ডেশন, বিএসআরএম, সিটি ব্যাংক এনএ, সিআরপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
নিজামউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে নির্মাণ শ্রমিকরা অনেক বেশি অবহেলিত। বড় বড় কিছু প্রতিষ্ঠান বাদ দিলে এসব শ্রমিকের নিরাপত্তার কথা কেউ ভাবে না। সামান্য খরচে নিরাপত্তা সামগ্রী সরবরাহ করতে তারা আগ্রহী নয়। বাংলাদেশে নির্মাণ খাতে যে সব দুর্ঘটনাগুলো ঘটে তার বেশিরভাগই অসাবধানতার কারণে ঘটে বলে তিনি মনে করেন। এর মধ্যে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়াকে মূল কারণ হিসেবে আখ্যায়িত করেন তিনি। আর দুর্ঘটনা ঘটে যাওয়ার পর শ্রমিক এবং কর্তৃপক্ষের মধ্যে চলে একে অপরকে দোষ চাপানোর খেলা। এ সংস্কৃতি থেকে বের না হয়ে আসতে পারলে সমাধান আসবে না বলেও ব্যক্ত করে তিনি।
রাজেশ সুরানা বলেন, লাফার্জহোলসিম সারা বিশ্বেই নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে থাকে। লাফার্জহোলসিমের কর্মীরা কর্মঘণ্টার শতকরা ২০ শতাংশ ব্যয় করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এ কারণে লাফার্জহোলসিমের কারখানাগুলোতে দুর্ঘটনার সংখ্যা কম।
আলোচনা সভায় লাফার্জহোলসিম বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর কাজী মিজানুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর ই আর কিম, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিসটিকস ডিরেক্টর মোহাম্মদ আরিফ ভূঁইঞা, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ডিরেক্টর এম আসিফ ভূঁইঞা, সেলস ডিরেক্টর গাজী মাহফুজুর রহমান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইকবাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি