শোবিজ ডেস্ক: নাট্য নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু আর নেই। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি … রাজিউন)। নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর ব্রেন স্ট্রোক হলে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আবারও ব্রেন স্ট্রোক হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তরুণ এ অভিনেতা ও নির্মাতা। হুমায়ূন সাধু একাধারে অভিনেতা, পরিচালক ও নাট্যকার। তিনি মেড ইন বাংলাদেশ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। হুমায়ূন সাধু অভিনীত আলোচিত টেলিছবি হচ্ছেÑ‘ঊন মানুষ’। তার পরিচালিত আলোচিত একটি নাটকের নাম ‘চিকন পিনের চার্জার’। চলতি বছরের একুশে বইমেলায় তার লেখা একটি উপন্যাসও প্রকাশ হয়েছে। গতকাল বাদ জুমা রাজধানীর তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে হুমায়ূন সাধুর জানাজা। সেখানকার কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। প্রসঙ্গত, তিনি চট্টগ্রাম জেলায় জš§গ্রহণ করেন। ৯ ভাইবোনের মধ্যে তিনি সপ্তম।

Print Date & Time : 4 August 2025 Monday 12:46 pm
নির্মাতা-অভিনেতা হুমায়ূন সাধু আর নেই
বিনোদন ♦ প্রকাশ: