নির্যাতনের অভিযোগে পূর্ব তিমুরের যাজকের জেল

শেয়ার বিজ ডেস্ক: ১৪ বছরের কম বয়সী শিশুদের যৌন নির্যাতনের ১৪টি অভিযোগ প্রমাণিত হয়েছে পূর্ব তিমুরের রিচার্ড ড্যাশবাচ নামের ৮৬ বছর বয়সী এক যাজকের বিরুদ্ধে। পাশাপাশি শিশু পর্নোগ্রাফি ও পারিবারিক সহিংসতার অভিযোগও প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার পূর্ব তিমুরের একটি আদালত যুক্তরাষ্ট্রের পদচ্যুত এ যাজককে কারাদণ্ডের আদেশ দেয়। খবর: গালফ নিউজ।

রিচার্ড ড্যাশবোর্ড তার তত্ত্বাবধানে থাকা বেশ কয়েকটি অনাথ ও সুবিধাবঞ্চিত কন্যাশিশুকে যৌন নির্যাতনের অপরাধে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এ যাজককে।

কট্টর ক্যাথলিকশাসিত পূর্ব তিমুরে প্রথমবারের মতো একজন খ্রিষ্টান যাজককে এই ধরনের সাজা দেয়া হলো।

ড্যাশবাচের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলাটি শুরু হয় চলতি বছর ফেব্রুয়ারিতে। দেশটির রাজধানী দিলির ২০০ কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত ওয়েকাস ছিটমহলে এসব নির্যাতনের ঘটনা ঘটে। ড্যাশবাচ ১৯৯০ সালের শুরুর দিকে অনাথ ও অসহায় শিশুদের জন্য একটি আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছিলেন এ ছিটমহলে। এখানে কয়েকশ’ শিশুকে আশ্রয় দিয়েছিলেন তিনি।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় যাজকের আইনজীবী মিগুয়েল ফারিয়া বলেন, আমি এই রায় মেনে নিতে পারছি না। যাজক ও তার পরিবারের সঙ্গে আলোচনা করে রায়ের বিপক্ষে আমরা আপিল করব। তারা বলেন, চার ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে রায় দেয়া হয়েছে। তবে কোনো সাক্ষীর জবানবন্দি নেয়া হয়নি।

এদিকে রায়কে সাধুবাদ জানিয়েছেন বাদীর আইনজীবী। তবে আসামির অপরাধের ভয়াবহতা বিবেচনায় নিয়ে যাজকের সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন তিনি। ২০১৮ সালে নানা অভিযোগের ভিত্তিতে ভ্যাটিকান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পিটসবার্গে জন্ম নেয়া এ যাজককে পদচ্যুত করে।