Print Date & Time : 2 September 2025 Tuesday 12:11 am

নিহত শিক্ষার্থীদের স্মরণে এলডিপির গায়েবানা জানাজা

শেয়ার কিজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের স্মরণে বুধবার দুপুরে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

আজ দুপুর ১২টায় রাজধানীর মজবাজারে এলডিপি কার্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্মম হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এলডিপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ অন্যরা।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার সহিংস রূপ নেয়। পুলিশের গুলি ও বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন।