নিয়ন্ত্রক সংস্থা চাইলেই জানতে পারে কারা কারসাজিতে জড়িত

বেশ কিছুদিন ধরে পুঁজিবাজার ধীরগতিতে চলছে। সব সূচক কমছে। বাজার ধীরগতিতে থাকার কারণে ভালো বিনিয়োগকারীরাও এখন আসবে না এবং লেনদেনও সেভাবে বাড়বে না। পুঁজিবাজারকে গতিশীল করতে হলে বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে হবে। পুঁজিবাজারে আরেকটি বড় সমস্যা হচ্ছে কারসাজি। প্রতিনিয়ত যেসব কারসাজি হচ্ছে, সেক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ইচ্ছা করলেই জানতে পারে কারা এসবের সঙ্গে জড়িত, কিন্তু তারা কখনোই সেটি করছে না। গতকাল এনটিভির মার্কেট ওয়াচ অনুষ্ঠানে বিষয়টি আলোচিত হয়। খুজিস্তা নূর-ই-নাহারীনের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের ট্রেনিং ম্যানেজার মো. রহমত উল্লা এবং আমার স্টক ডট কমের সিইও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি গ্রন্থনা ও সম্পাদনা করেন হাসিব হাসান।
মো. রহমত উল্লা বলেন, প্রতিটি পুঁজিবাজারে ঊর্ধ্বগতি ও নি¤œগতি রয়েছে। বর্তমানে পুঁজিবাজারের যে অবস্থা, এটি কিন্তু এক দিনে হয়নি। পুঁজিবাজারকে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা চেষ্টা চালাচ্ছে। রাতারাতি কোনো পরিবর্তন আসবে না, পরিবর্তন আসতে সময় লাগবে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত পুঁজিবাজারে একটি ভালো গতি ছিল। ২০১০ সালের পর ২০১৮ সাল পর্যন্ত অনেক কোম্পানি পুঁজিবাজারের অন্তর্ভুক্ত হয়েছে এবং নীতিগত অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু পুঁজিবাজার ভালো অবস্থানে যেতে পারছে না।
যখন পুঁজিবাজার নিম্নগতিতে থাকবে তখন শেয়ার কেনার সময়, বিক্রির সময় নয়। তবে বেশিরভাগ বিনিয়োগকারী কখন শেয়ার কিনতে হবে, সেটি বুঝতে পারে না; তারা বেশিরভাগ সময় অন্যের কথায় বা গুজবে কান দিয়ে শেয়ার কেনাবেচা করে থাকে।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনের আগে পুঁজিবাজারে তেমন গতি ছিল না। শুধু পুঁজিবাজার নয়, সব ব্যবসার ক্ষেত্রে নির্বাচন সামনে এলে ধীরগতি দেখা যায়। কারণ সামনে কী হয়, তা নিয়ে অনিশ্চয়তায় থাকে বিনিয়োগকারীরা। তাই লেনদেনে তারা সেভাবে সক্রিয় থাকে না। সাধারণত নির্বাচনের পর পুঁজিবাজারকে গতিশীল অবস্থানে দেখা যায়। একসময়ে পুঁজিবাজারে দৈনিক তিন হাজার কোটি টাকার মতো লেনদেন হতো। এখন তা ৫০০ কোটি টাকায় নেমে এসেছে। বেশ কিছুদিন ধরে পুঁজিবাজারে ধীরগতি দেখা যাচ্ছে এবং সব সূচক কমেছে। যেহেতু বাজার ধীরগতিতে রয়েছে, কাজেই এখন ভালো বিনিয়োগকারী আসবে না এবং ভলিউমও সেভাবে বাড়বে না। পুঁজিবাজারকে গতিশীল করতে হলে বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে হবে। পুঁজিবাজারের আরেকটি বড় সমস্যা হচ্ছে কারসাজি। প্রতিনিয়ত পুঁজিবাজারে যে কারসাজি হচ্ছে, এসবের সঙ্গে কারা জড়িত নিয়ন্ত্রক সংস্থা ইচ্ছা করলেই জানতে পারে, কিন্তু তারা কখনোই সেটি করছে না।
বিনিয়োগকারীর উদ্দেশে তিনি বলেন, যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে আসবে, তাদের বিবেচনা করতে হবে বিনিয়োগটা কত দিনের। সাধারণত পুঁজিবাজারে বিনিয়োগের জন্য পাঁচ থেকে ১০ বছর সময় নির্ধারণ করতে হয়। অন্যদিকে একটি এফডিআর করতে গেলেও তিন থেকে ১০ বছরের সময় নির্ধারণ করতে হয়। এখন কথা হচ্ছে, যদি কেউ পাঁচ বছরের জন্য বিনিয়োগে আসে, সেক্ষেত্রে সে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবে, না ডে ট্রেড করবে? যদি ডে ট্রেড করে অবশ্যই তাকে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। আর যদি সে গুজবের ভিত্তিতে ডে ট্রেড করে, তাতে ক্ষতির আশঙ্কা অনেক বেশি থাকে।

শ্রুতিলিখন: শিপন আহমেদ