Print Date & Time : 7 September 2025 Sunday 6:27 pm

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

প্রতিনিধি, বরিশাল: বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) দুপুরে হিজলা-মুলাদী সড়কের কাজীরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত্যু বলে ঘোষণা করেন।

নিহতরা হলেন- হারুন নলী (২৫), ইদ্রিস নলী (৪৫) ও রাজিব নলী (২৫)। নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

মুলাদী থানার ওসি এসনএম মাকসুদুর রহমান জানান, ওই তিন ব্যক্তি মীরগঞ্জ থে‌কে মোটরসাই‌কেল‌ যো‌গে বড়ইয়া কা‌জিরচর যা‌চ্ছি‌লেন। প‌থে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মোটরসাই‌কেলটি সড়‌কের পা‌শের এক‌টি গা‌ছে ধাক্কা লাগে। এতে মোরটসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থ‌লেই তিনজ‌ন মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতালের ম‌র্গে পাঠানো হ‌বে।