নীলফামারী ছেলের দায়ের কোপে বাবা নিহত

প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর ডোমারে পারিবারিক কলহের জেরে ছেলে সিদ্দিক (২৮) এর ধারালো দায়ের কোপে পিতা রবিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম (সাবুল) উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রামানিক পাড়ার সাইফুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রামানিক পাড়ায় এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে সিদ্দিক পলাতক রয়েছে।

গতকাল বৃহম্পতিবার ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরে নিহতের স্ত্রী মরিওম বেগম বাদী হয়ে তার ছেলের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওই ইউনিয়নের মেম্বার (ইউপি সদস্য) আব্দুল খালেক জানান, ওইদিন সন্ধ্যায় উঠানে আমন ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সাথে ছেলে সিদ্দিকের কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্দিক ঘরের ভিতর থেকে ধারালো (হাসুয়া) দা এনে তার পিতাকে মাথা ও শরীরে উপর্যুপরি কোপ মারে।

এঘটনায় রবিউল ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ওই ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম কালু জানান, গতকাল সন্ধ্যায় উঠানে আমন ধানের স্তুুপ দেওয়াকে করে পুত্রবধুর সাথে কথাকাটির এক পর্যায়ে সিদ্দিক ক্ষিপ্ত হয়ে ঘর থেকে হাসুয়া ( দা) এনে তার বাবার শরীরের বিভিন্ন জায়গায় কোপিয়ে গুরুতর জখম করে। এতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নেয়ার সময় পথেই তার মুত্যৃ হয়। এঘটনায় আজকে তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিদ্দিক পালাতক থাকায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।