Print Date & Time : 12 September 2025 Friday 9:01 pm

নুরুল ইসলামের কবর জিয়ারত করলেন চট্টগ্রাম সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও চান্দগাঁও ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

গত শুক্রবার মরহুমের কবর জিয়ারতকালে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের উদ্দেশ্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, মরহুম নুরুল ইসলাম নতুন প্রজšে§র সমাজকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অটল জনদরদি রাজনৈতিক নেতা ও সমাজকর্মী। এলাকার উন্নয়নে তিনি আজীবন নির্লোভ ও নিরলস কাজ করে গেছেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।