Print Date & Time : 15 August 2025 Friday 9:20 am

নূরানী ডায়িংয়ের আইপিও আবেদন শুরু ২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বস্ত্র খাতের নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার কোম্পানি লিমিটেডের আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে ২ এপ্রিল; যা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে অনুমোদনপত্র দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কোম্পানিটি পুঁজিবাজারে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে চার কোটি ৩০ লাখ শেয়ার ইস্যু করবে। বাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়, ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যবহার করা হবে। এক্ষেত্রে আইপিওর টাকা সংগ্রহের ২১ মাসের মধ্যে এসব কাজ সম্পন্ন করা হবে।

গত পাঁচ হিসাববছরে কোম্পানিটির গড়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৭৯ পয়সা। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৩৭ পয়সা। শতভাগ রফতানিকারক নূরানী ডায়িং সর্বশেষ অর্থবছরে (এপ্রিল ২০১৫-মার্চ ২০১৬) ১০৩ কোটি ৫৫ লাখ টাকার পণ্য বিক্রি করেছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি সব ব্যয় শেষে পাঁচ কোটি ৬৫ লাখ টাকা মুনাফা করেছে। যা শেয়ারপ্রতি আয় (ইপিএস) হিসেবে হয়েছে ১.৪৮ টাকা। আর ৩১ মার্চ কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকায়। তবে ১৫ মাসের ব্যবসায় (এপ্রিল ২০১৫-জুন ২০১৬) ইপিএস হয়েছে ১.৭৯ টাকা। আর ২০১৬ সালের ৩০ জুন এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.৩৭ টাকায়। নূরানী ডায়িং ২০০৯ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তর হয়।

গত ৯ ফেব্রুয়ারি বিএসইসির ৫৯৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ইমপেরিয়াল ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টমেন্ট ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।