নেইমারকে নিয়ে আবারও শঙ্কা

ক্রীড়া ডেস্ক: চোটমুক্ত হয়ে গত মাসেই ফিরেছিলেন ব্রাজিল শিবিরে। খেলেছিলেন বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচ। পেয়েছিলেন গোলের দেখাও। তাতে রাশিয়া বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছিলেন নেইমার। কিন্তু ২১তম বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোড়ালির চোটে পড়েছেন ব্রাজিলের এ ফরোয়ার্ড। যে কারণে পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ব্রাজিল। যদিও দলটির চিকিৎসক এবং নেইমার নিজে এ ব্যাপারে এখনও কিছু সংবাদমাধ্যমকে বলেননি।
গত রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ড্রেসিংরুমে নেইমারকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরতে দেখেছেন অনেকেই। এরপর জানা গেছে, ব্রাজিল দলের সঙ্গে গত পরশু অনুশীলন করেননি তিনি। তাই তো প্রশ্নটা উঠেছে, ব্রাজিলের হয়ে আগামী ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলবেন তো নেইমার।
নেইমারের গোড়ালির পরীক্ষার রিপোর্ট বলছে, সামান্য আঘাত পেয়েছেন। আপাতত বরফ-চিকিৎসা চলছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আঘাতটা সে রকম মারাত্মক কিছু না হলেও নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় আছে ব্রাজিল দলের কোচিং ও মেডিক্যাল স্টাফ। কারণ, সুইজারল্যান্ডের মতো অন্য দলগুলোও নেইমারের ওপর চড়াও হবে বলে মনে করছেন তারা।
গত বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেরুদণ্ডের আঘাতটা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি নেইমার। এর সঙ্গে যোগ হয়েছে গত ফেব্রুয়ারিতে পায়ের হাড় ভেঙে যাওয়া সে চোট। এবার তিনি পেয়েছেন গোড়ালিতে আঘাত। সব মিলিয়ে কঠিন এক পরিস্থিতির মধ্যে পড়েছেন পিএসজির এ ফরোয়ার্ড। তাই তো আগামী শুক্রবার কোস্টারিকার বিপক্ষে তার মাঠে নামা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা।