Print Date & Time : 13 September 2025 Saturday 5:07 am

নেক মানি ট্রান্সফারের মাধ্যমে এসআইবিএলে রেমিট্যান্স

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও সহজে, দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স পাঠানো এবং রেমিট্যান্স নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক গত সোমবার নেক মানি ট্রান্সফারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। নেক গ্রুপের চেয়ারম্যান ইকরাম ফরাজী এবং এসআইবিএলের আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান, নেক গ্রুপের পরিচালক ডা. আনোয়ার ফরাজী ইমন, নেক মানি ট্রান্সফারের কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি