Print Date & Time : 6 September 2025 Saturday 8:59 pm

নেতাকর্মীদের অপকর্মের দায়ভার দল বহন করবে না

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দলের কোনো কোনো নেতাকর্মী যদি খারাপ কাজে জড়িত থাকে তার দায়ভার দল কখনও বহন করবে না। কেউ অপকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে। সে যে কেউ হোক না কেন।

উপজেলার আনোয়ারা ৭নং সদর ইউনিয়নে বিলপুর কাদেরিয়া চিশতিয়া জামে মসজিদে গতকাল জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে দেশের কাজ করার জন্য। নিজেদের মধ্যে পরিবর্তনের আনতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করুন। দেশ উন্নত হচ্ছে, একই সঙ্গে আনোয়ারার সার্বিক উন্নয়ন হচ্ছে, আমাদের মাঝেও পরিবর্তন

আনতে হবে। আমার কাছে অন্যায়কারীদের আশ্রয় নেই। নিজেরা সমাজে ভালো আচরণ করব তেমনি নিজের ঘরেও ভালো আচরণ করব। এই জন্য সর্বস্তরের মানুষের উচিত নিজেদের মধ্যে পরিবর্তন আনা।

এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসতিয়াক ইমন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম , ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব ইমরান হোসেন বাবু প্রমুখ।