নেদারল্যান্ডসেও অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত

শেয়ার বিজ ডেস্ক: এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা প্রয়োগ স্থগিত করেছে নেদারল্যান্ডস। টিকা গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বাঁধাসহ সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগের কারণে রোববার দেশটি অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করল। খবর: বিবিসি।

ডাচ সরকার জানিয়েছে, আপাতত ২৯ মার্চ পর্যন্ত নেদারল্যান্ডসে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত থাকবে। এ সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছে দেশটি।

এর আগে একই সংস্থার তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করে আয়ারল্যান্ড। রোববার এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেন আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডনেলি। তিনি জানান, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বাঁধার বিষয়ে নরওয়ে থেকে নতুন তথ্য হাতে আসার পরই টিকা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেয় তার দেশ। টুইটে এটাকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন তিনি।

এক বিবৃতিতে নেদারল্যান্ডসের সরকার জানিয়েছে, নরওয়ে ও ডেনমার্কে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়াসহ সম্ভাব্য বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টির খবরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, টিকা প্রযোগ স্থগিত হওয়ার বিষয়ে এ সিদ্ধান্ত নেদারল্যান্ডসের টিকাদান কর্মসূচিকে বিলম্বিত করবে। ডাচ কর্তৃপক্ষ এর আগে অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ২০ লাখ ডোজ টিকা অর্ডার করেছিল। এছাড়া আগামী দুই সপ্তাহে দেশটিতে আরও তিন লাখ ডোজ টিকা প্রয়োগের কথা ছিল।

এদিকে এক বিবৃতিতে নিজেদের তৈরি টিকা নেয়ার সঙ্গে শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকির বিষয়ে কোনো প্রমাণ নেই বলে দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা। তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পক্ষেই কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির দাবি, টিকা নেয়ার সঙ্গে মানবদেহের রক্ত জমাট বাঁধার কোনো সংশ্লিষ্টতা এখনও পাওয়া যায়নি।

গত শুক্রবার ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, মানবদেহের রক্ত জমাট বাঁধার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার কোনো সম্পর্ক নেই। তার দাবি, করোনা প্রতিরোধে অ্যাস্ট্রাজেনেকার টিকা খুবই ভালো এবং মানুষের মাঝে এটা প্রয়োগের কাজ অব্যাহত রাখা উচিত।

এর আগে টিকা নেয়া ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধা ও একজনের মৃত্যুর ঘটনার পর ডেনমার্ক ও নরওয়েসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে। এছাড়া অস্ট্রিয়াও এই টিকা প্রয়োগের কাজ বন্ধ ঘোষণা করেছে।