Print Date & Time : 6 July 2025 Sunday 2:08 pm

নেপালে জোড়া ভূমিকম্প

শেয়ার বিজ ডেস্ক: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের পশ্চিমাঞ্চল। দেশটির রাজধানী কাঠমান্ডুতেও ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল দেশটির বাঝাং জেলা। খবর: এনডিটিভি।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এরপর বিকাল ৩টা ৬ মিনিটে শক্তিশালী আরেকটি ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস নেপালে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ ও ৫ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে।

ইউএসজিএস বলছে, নেপালের দিপায়াল শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দিয়াপাল থেকে আট কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

কাঠমান্ডুতে দুবারই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ।

নেপালে দ্বিতীয় দফায় ভূমিকম্পে দিল্লি, উত্তরাখণ্ডসহ ভারতের উত্তরাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। এতে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের লক্ষৌ, হরিয়ানার গুরগাঁও ও জয়পুরের চণ্ডিগড়েও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় নেপাল ও ভারতের বিভিন্ন অঞ্চলের আতঙ্কিত লোকজনকে বাড়িঘর থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় ঘরের ভেতরে আসবাবপত্র দুলছে। এ সময় আতঙ্কিত বাসিন্দাদের চিৎকার করতেও দেখা যায়।

নেপালে ভূমিকম্পের আঘাতে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। তবে ভারতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।