Print Date & Time : 11 September 2025 Thursday 10:39 pm

নেপালে বিমান দুর্ঘটনায় ৬৭ মরদেহ উদ্ধার

শেয়ার বিজ ডেস্ক :নেপালের পোখরায় প্রায় ৭২ জন আরোহী নিয়ে কাঠমান্ডুগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

রোববার সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বলে জানা যায়।

প্রথমেই নজরে আসে স্থানীয়দের। প্রাথমিক অবস্থায় তাদের সেখানে উদ্ধারকাজ করতে দেখা যায়। কিছুক্ষণ পরই তাদের সঙ্গে যোগ দেয় নেপালের ২০০ সেনা সদস্য।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মন্ত্রিসভায় জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। সংশ্লিষ্টদের উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘আমরা আশা করছি আরও মরদেহ উদ্ধার হবে। বিমানটি ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে।’

উড়োজাহজটির ৫৩ আরোহী ছিলেন নেপালি। এছাড়া পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান এবং দুইজন কোরিয়ান। এছাড়াও আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের একজন করে আরোহী ছিলেন।