শেয়ার বিজ ডেস্ক: স্বল্প সময়ের মধ্যে ভারতে জনপ্রিয় হয়ে ওঠা বৈদ্যুতিক স্কুটার নির্মাতা ওলা ইলেকট্রিক এবারে নেপালে বাজারজাত করা হবে। খবর: দ্য কাঠমান্ডু টাইমস।
গত বৃহস্পতিবার ওলার প্রতিষ্ঠাতা ভাবিশ আগরওয়াল এক টুইট বার্তায় এ তথ্য জানান। নেপালের বাজার ধরতে এরই মধ্যে স্থানীয় সংস্থা সিজি মোটরসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ওলা। সিজি মোটরস নেপালে ওলার ইলেকট্রিক স্কুটারের ডিস্ট্রিবিউটরের দায়িত্ব সামলাবে। রাজধানী কাঠমান্ডুতে আগামীকাল পর্যন্ত চলা নাডা ইভিড অটো শোতে ওলার এস১ ও এস১ প্রো-র আত্মপ্রকাশ করা হবে। লঞ্চ করা হবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে।
টুইটারে ভাবিশ লিখেছেন, ভারত ওলা এস১ স্কুটার ভালোবেসে আমাদের ইভি বিপ্লবের সূচনা করেছে। এখন আমরা এটি বিশ্বের দরবারে হাজির করতে চলেছি। নেপালে আমাদের প্রবেশের কথা ঘোষণা করছি। ২০২২ সালের শেষার্ধ থেকে নেপালের গ্রাহকরা আমাদের এই নবজাগরণের অংশ হতে পারবেন। আমরা ভবিষ্যতে ল্যাটিন আমেরিকা, আসিয়ানভুক্ত দেশ ও ইউরোপের বাজারে ব্যাটারিচালিত দু’চাকার গাড়ি বিক্রি করব।
ওলা এস-১-এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এর ২ দশমিক ৯৮ কিলোওয়াট ব্যাটারি, যাতে একটি সাধারণ চার্জারে সম্পূর্ণ চার্জ হতে ৪ দশমিক ৪৮ ঘণ্টা সময় লাগবে। তবে ফাস্ট চার্জার দিয়ে ১৮ মিনিটের চার্জে ৭৫ কিলোমিটার পথ চলবে। সম্পূর্ণ চার্জে ১২১ কিলোমিটার রেঞ্জ দেবে এটি। ইলেকট্রিক মোটর থেকে ৮ দশমিক ৫ কিলোওয়াট শক্তি ও ৫৮ এনএম টর্ক উৎপন্ন হবে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এতে
রয়েছে নরমাল ও স্পোর্টস রাইডিং মোড। এস১ প্রোতে রয়েছে ৩ দশমিক ৯৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এটিও ফাস্ট চার্জার দিয়ে ১৮ মিনিটের চার্জে ৭৫ কিলোমিটার পথ চলার শক্তি উৎপন্ন করবে। তবে একটি চিরাচরিত চার্জার দ্বারা সম্পূর্ণ চার্জ হতে সাড়ে ছয় ঘণ্টা সময় লাগবে। সিঙ্গেল চার্জে এর রেঞ্জ ১৮১ কিলোমিটার। এতে রয়েছে ৮ দশমিক ৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর, যা ঘণ্টায় সর্বোচ্চ ১১৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম। এতে তিনটি রাইডিং মোড রয়েছেÑনরমাল, স্পোর্টস ও হাইপার। প্রসঙ্গত, চলতি বছর ভারতে চার হাজার হাইপার চার্জার বসানোর পরিকল্পনা রয়েছে ওলার।