Print Date & Time : 7 September 2025 Sunday 12:05 am

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

শেয়ার বিজ ডেস্ক : নেপালের পোখরায় ৭২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সময় রোববার সকালে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে উড়ে আসা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের একটি ফ্লাইট রোববার সকালে কাসকি জেলার পোখরায় বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্লেন বিধ্বস্তের ঘটনায় বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।