নিজস্ব প্রতিবেদক: নেপাল বাংলাদেশ ব্যাংকের পুরো শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক কোম্পানি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (আইএফআইসি ব্যাংক লিমিটেড) পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, নেপালে অবস্থিত নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেডে থাকা আইএফআইসি ব্যাংকের সব শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আর নেপালের এ ব্যাংকটিতে ধারণ করা সম্পূর্ণ শেয়ার বিক্রির মাধ্যমে নেপাল থেকে বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইএফআইসি ব্যাংক। আর ইতোমধ্যে ব্যাংকটি শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। শেয়ার বিক্রির জন্য ক্রেতার সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে। সব শেয়ার বিক্রি করে সে অর্থ বাংলাদেশে ফেরত আনা হবে। এখানে উল্লেখ্য যে, বর্তমানে নেপালে অবস্থিত নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেডের ৪০ দশমিক ৯১ শতাংশ বা তিন কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৭২৩টি শেয়ার ধারণ করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেড। ১৯৯৪ সালে উদ্যোক্তা হিসেবে নেপাল বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ করেছিল আইএফআইসি ব্যাংক। নেপালের স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত হয় ব্যাংকটি।

Print Date & Time : 8 September 2025 Monday 4:54 pm
নেপাল বাংলাদেশ ব্যাংকের শেয়ার বেচবে আইএফআইসি ব্যাংক
পুঁজিবাজার ♦ প্রকাশ: