Print Date & Time : 1 August 2025 Friday 3:04 am

নেশনস লিগ দিয়ে ফিরবে আন্তর্জাতিক ফুটবল

ক্রীড়া ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত কয়েক মাস ধরেই বন্ধ আন্তর্জাতিক ফুটবল। তবে এ অবস্থা থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করছে ফিফা। এরই মধ্যে অবশ্য ফুটবলপ্রেমীদের খুশির খবর দিয়েছে উয়েফা। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই মাঠে ফিরবে আন্তর্জাতিক ফুটবল। সে সময় নেশনস লিগ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি নেশনস লিগের জন্য নতুন সূচি দিয়েছে উয়েফা। সে হিসেবে আগামী ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও স্পেন। এছাড়া ৫ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচ খেলতে আইসল্যান্ডে যাবে ইংল্যান্ড।

কয়েকমাস পর নেশনস লিগ শুরু হলেও এবার গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচিতে বেশকিছু পরিবর্তন এসেছে। উয়েফার সূচি অনুযায়ী জুলাইয়ের মাঝেই ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগগুলো শেষ হবে। এরপর আগস্টে চ্যাম্পিয়নস লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তারপর সেপ্টেম্বরে শুরু হবে নেশনস লিগ। এ ব্যাপারে  এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ২০২০-২১ মৌসুমের নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে মাঠে গড়াবে। এছাড়া আগের সূচিতে অক্টোবর-নভেম্বরে দুটি করে ম্যাচ হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ আয়োজিত হবে।