Print Date & Time : 5 July 2025 Saturday 11:25 am

নেসকো’র নতুন দায়িত্বে অঞ্জনা খান মজলিশ

​শেয়ার বিজ ডেস্ক : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন করে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) সদস্য (অর্থ) ও যুগ্মসচিব অঞ্জনা খান মজলিশ।

মঙ্গলবার (২৪ জুন) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ বিভাগের উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত আদেশে এ দায়িত্ব প্রদান নিশ্চিত করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখা থেকে ২৪ জুন জারি করা এক অফিস আদেশে জানানো হয়, নেসকো’র পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত এমডি মো. খলিলুর রহমানকে বদলি করা হওয়ায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে অঞ্জনা খান মজলিশকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কার্যকর থাকবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য,এর আগে গত ১৩ জানুয়ারি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) সদস্য, প্রশাসন (যুগ্মসচিব) খলিলুর রহমান। বর্তমানে তাকে অন্যত্র বদলি করা হয়েছে।