নে প্রবেশের চেষ্টা নিহত ১৮ অভিবাসনপ্রত্যাশী

শেয়ার বিজ ডেস্ক: স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল মেলিয়ায় প্রবেশের চেষ্টার সময় ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন। প্রতিবেশী মরক্কোর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বিশাল ওই জনসমাগমে গত শুক্রবার সকালে সংঘর্ষের পর বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ও অভিবাসীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে স্পেনের সীমান্তরক্ষীদের দুই ঘণ্টা সংঘর্ষ হয়। প্রায় দুই হাজার অভিবাসনপ্রত্যাশী ছিটমহলটির উঁচু বেড়া পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে স্পেনীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের সংঘর্ষ বেধে যায়। এ সময় ১৩০ জনের মতো অভিবাসনপ্রত্যাশী মরক্কোর সীমান্ত পেরিয়ে মেলিয়ায় প্রবেশ করতে সক্ষম হন।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে জানায়, সীমান্তে ওই অভিযানে পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। তাদের কয়েকজন মেলিয়াকে ঘিরে রাখা বেড়া থেকে পড়ে ও অন্যরা ভিড়ের চাপে পিষ্ট হয়ে মারা যান। পরে তারা আরও ১৩ জনের মৃত্যুর কথা জানা যায়। মন্ত্রণালয়টি আরও জানায়, এ ঘটনায় মরক্কোর নিরাপত্তা বাহিনীর প্রায় ১৪০ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হলেও কারও মৃত্যু হয়নি।

গত মার্চে স্পেন ও মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবার স্থাপনের পর এটাই প্রথম গণ-অনুপ্রবেশের প্রচেষ্টা। পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসনের পরিকল্পনাকে স্পেন সমর্থন করার পর দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে।

স্প্যানিশ কর্মকর্তারা বলেন, কয়েকশ অভিবাসনপ্রত্যাশী বেড়া কেটে ছিটমহলে জোর করে প্রবেশের চেষ্টা করেছিলেন। কর্মকর্তারা জানান, বেশিরভাগকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু তারপরও শতাধিক মানুষ ছিটমহলে প্রবেশ করতে সক্ষম হন। তাদের একটি অভ্যর্থনা কেন্দ্রে রাখার প্রক্রিয়া চলছে। ইউরোপে পৌঁছানোর চেষ্টায় থাকা বেশিরভাগ সাব-সাহারান অভিবাসনপ্রত্যাশীর জন্য সাম্প্রতিক বছরে মেলিয়া ও সেউটা প্রধান কেন্দ্রস্থলে পরিণত হয়।