প্রতিনিধি, নোয়াখালী: শিক্ষক নিয়োগ ও পদোন্নতিবিষয়ক ইউজিসির অভিন্ন নীতিমালা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনবিরোধী উল্লেখ করে তা বাতিলসহ বিভিন্ন দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে নোবিপ্রবি শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
নোবিপ্রবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. নাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রকৌশল বিভাগের ডিন ড. মোহাম্মদ ইউছুফ মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন ড. সেলিমসহ অন্যরা।
