Print Date & Time : 12 September 2025 Friday 3:14 am

নোভাক্সোভিড নামের করোনার নতুন টিকার অনুমোদন দিলো হু

শেয়ার বিজ ডেস্ক: নোভাক্সোভিড নামের করোনাভাইরাসের দশম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) । মঙ্গলবার (২১ ডিসেম্বর) এই অনুমোদন দেওয়া হয়।

এর আগে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) মূল্যায়ন শেষে টিকাটির অনুমোদন দিয়েছিল। নোভাভ্যাক্স ও সিইপিআই (কোয়ালিশন ফর দ্য এপিডেমিক প্রিপ্রেয়াডনেস ইননোভেশন্স)স যৌথ উদ্যোগে টিকাটি তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগে এই টিকার অনুমোদন দেয় ইউরোপিয়ান ইউনিয়ন। ইইউ’র অনুমোদন পাওয়া পঞ্চম টিকা নোভাক্সোভিড।

এর আগে গত ১৭ ডিসেম্বর নোভাভ্যাক্সকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় হু। এ বিষয়ে হু বলেছে, ‘নোভাভ্যাক্স ও নোভাক্সোভিড একই প্রযুক্তি ব্যবহারে উৎপাদিত টিকা। দুটি টিকাই রেফ্রিজারেটরে ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়।’

নোভাক্সোভিডের বিষয়ে ইএমএ বলেছে, ‘এটা প্রোটিন ভিত্তিক টিকা এবং এটা ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। এই টিকা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর টিকাদান কর্মসূচিকে সহায়তা করতে পারবে। বিশেষ করে করোনার কঠিন সময়ে।’

এই টিকা মানবদেহকে এমনভাবে প্রস্তুত করে যাতে করোনার বিরুদ্ধে লড়াই করে সেটাকে পরাজিত করতে পারে। অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে এটি করোনার বিরুদ্ধে কাজ করে। এছাড়া ল্যাবরেটরিতে তৈরি করে এই টিকায় এমন এক প্রোটিন ব্যবহার করা হয়েছে যেটা করোনার স্পাইকে প্রোটিনের উপরিভাগে থাকে।

মানবদেহে এই টিকার ট্রায়াল হয় উত্তর আমেরিকায়। ট্রায়ালে দেখা গেছে নোভাক্সোভিড করোনার বিরুদ্ধে ৯০ দশমিক ৪ শতাংশ কার্যকার।

ইরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে এই টিকার ২০০ মিলিয়ন ডোজ কেনার চুক্তি করে রেখেছে। আগামী জানুয়ারির মধ্যে ইইউকে টিকা সরবরাহ শুরু করবে তারা।

তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।