Print Date & Time : 15 September 2025 Monday 1:43 pm

নোয়াখালীতে গাড়ি চাপায় নারীর মৃত্যু

প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় গাড়িচাপায় অজ্ঞাতনামা এক নারীর (৪৮) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীকে বেশ কিছু দিন ধরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। দিনে-রাতে তিনি একাই চলাফেরা করতেন। ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে এলাকাবাসী। গতকাল ভোর ৬টার দিকে ধর্মপূর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ওই নারীর মরদেহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, ভোররাতে কোনো দ্রæতগতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। 

সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানা বলেন, খবর পেয়ে সুধারাম থানার পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। লাশের দুই পা গাড়ির চাপায় পুরোপুর চ‚র্ণবিচ‚র্ণ হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।