Print Date & Time : 10 September 2025 Wednesday 2:53 am

নোয়াখালীতে দুই মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে পৃথক দুই ঘটনায় এক প্রবাসীর মেয়ে ও এক কেব্ল অপারেটরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাতুল ফেরদৌস রিয়া (১৪) সোনাইমুড়ী উপজেলার মোটুবী গ্রামের মুন্সিবাড়ির সৌদি প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে এবং নিহত মো. আবুল কাসেম সোহাগ (২৬) কবিরহাট উপজেলার বড় রামদেবপুর গ্রামের মো. হাফিজ উল্লাহ ওরফে ছুট্টি মিয়ার ছেলে।

গতকাল সকাল ১০টায় প্রবাসীর মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। শুক্রবার বিকালে কেব্ল অপারেটরের মৃত্যুর ঘটনায় কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যার দিকে রিয়া পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ ও কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।