Print Date & Time : 11 September 2025 Thursday 7:21 pm

নোয়াখালীতে পোস্টমাস্টারের ৯ বছরের কারাদণ্ড

প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে দুর্নীতির মামলায় শ্রীবাস চন্দ্র দে নামের বরখাস্তকৃত এক পোস্টমাস্টারকে তিনটি ধারায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছে নোয়াখালীর স্পেশাল জজ আদালত। গতকাল সোমবার দুপুর ১টার দিকে স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোশেদ খান এ রায় দেন। আদালত একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে তিনটি ধারায় ২৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে। দণ্ডপ্রাপ্ত শ্রীবাস চন্দ্র দে লক্ষ্মীপুর জেলার দত্তপাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে’র ছেলে এবং দত্তপাড়া ডাকঘরের বরখাস্তকৃত পোস্টমাস্টার। 

সূত্রে জানা গেছে, আসামি শ্রীবাস চন্দ্র দে ৬ জন আমানতকারীর থেকে ৩৮ লাখ ২৭ হাজার টাকা গ্রহণপূর্বক পাস বইতে লিপিবদ্ধ করলেও সরকারি কোষাগারে জমা না দিয়ে তা আত্মসাতের চেষ্টা করে।

এ বিষয়ে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রায় প্রচারকালে আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।