Print Date & Time : 11 September 2025 Thursday 6:21 pm

নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ ইউসুফ। সে উপজেলার আমানুল্লাহপুর গ্রামের বড় বাড়ির মৃত ননা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।

তিনি বলেন, অস্ত্র মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে। সে সাজা এড়াতে দীর্ঘ দিন পলাতক ছিল।