Print Date & Time : 11 September 2025 Thursday 8:38 pm

নোয়াখালীতে ২০ লাখ মিটার জাল ধ্বংস

প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ২০ লাখ ৪৪ হাজার মিটার অবৈধ জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতভর নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করার পর গতকাল এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ-পুলিশের পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, ‘পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ জাল ও ১২ কেজি জাটকা ইলিশ জব্দ করে। খবর পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। মাছগুলো গরিব ও অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে।’

আদালত সূত্রে জানায়, অভিযানকালে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে পাতানো অবস্থায় ২৪ হাজার বর্গমিটার অবৈধ বেহুন্দি জাল, ১৬ লাখ বর্গমিটার কারেন্ট জাল, চার লাখ ২০ হাজার বর্গমিটার চরঘেরা জাল ও ১২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।