Print Date & Time : 22 July 2025 Tuesday 9:54 pm

নোয়াখালীর যুবককে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা

প্রতিনিধি, নোয়াখালী: দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের নিউর‌্যান্ডসে নোয়াখালীর এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুুধবার রাত ৮টার দিকে নিউর‌্যান্ডস এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত জাহাঙ্গীর আলম (৩৫) নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের সওদাগর বাড়ির দুলু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মনির হোসেন সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মনির জানান, সন্ত্রাসীরা ডাকাতির উদ্দেশ্য নিয়ে দোকানে এসে হামলা চালায়। এ সময় তারা গুলি করলে তিনি নিজেকে রক্ষা করতে চাইলে একপাশে মৃদু গুলি লাগে।

তিনি আরও জানান, ঘটনার সময় তার বড় ভাই দোকান থেকে বের হতে চাইলে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি গুলি করে। এতে তিনি দোকানের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।