Print Date & Time : 31 August 2025 Sunday 5:12 am

নোয়াখালীতে কিশোর গ্যাং সন্দেহে ২৩ জন আটক

প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটক কিশোরদের নাম-ঠিকানা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী।

তিনি বলেন, বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্কুলপড়ুয়া উঠতি বয়সের ২৩ কিশোরকে আটক করেছে সেনবাগ পুলিশ। আটক কিশোরদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।