প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় পিতা ও পুত্রসহ ৩জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় সুধারাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে সুধারাম থানার দায়িত্বশীল তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। ফিরে এসে বিস্তারিত বলা যাবে।
মামলার এজাহার সূত্র ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত ইসমাইল হোসেন অভিযোগ করেন, তাদের সাথে একই এলাকার ফজলে এলাহী, বেলাল, এমরান, নাজমুল হাসানদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ইতোমধ্যে, স্থানীয় চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর জমির সঠিক কাগজপত্র দেখে বিরোধটির নিষ্পত্তি করে দেন।
কিন্তু বিবাদীরা চেয়ারম্যানের রায় না মেনে সোমবার (১৭ মে) বিকেলে ওই সম্পত্তি দখলে নেয়ার চেষ্টা করেন। এ সময় জমির মালিক ও ভোগ দখলকার ইসমাইল হোসেন ও তার বাবা রফিক উল্যাহ বাধা প্রদানের চেষ্টাকালে সংঘবদ্ধ বিবাদীরা তাদের ওপর হামলা চালায়।

তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিক উল্যা, আজম ও হিরনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে। হামলাকালে নুরজাহজান বেগমও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি। তারা তাকেও শ্লীলতাহানি করার চেষ্টা করেছে বলে নুরজাহান অভিযোগ করেন।
ঘটনাকালে আহতদের শৌ’চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা আহত ইসমাইল হোসেন ও রফিক উল্যাহকে হাসপাতালে ভর্ত্তি করেন।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর বলেন, আমি বিরোধটির সুষ্ঠুভাবে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু, একটি পক্ষ তা না মানায় গতকাল এ ন্যাক্কারজনক হামলার ঘটনাটি ঘটেছে।