Print Date & Time : 30 August 2025 Saturday 11:38 am

নোয়াখালীতে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মো. জহিরুল ইসলাম (৪৮) চাটখিল উপজেলার দৌলতপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে।

রোববর (২১ আস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের হালিমা দিঘিরপাড় ইসলামিয়া হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে সোনাইমুড়ী- রামগঞ্জ সড়কের হালিমা দিঘিরপাড় ইসলামিয়া হাসপাতালের সামনে নোয়াখালীগামী জননী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস বাইসাইকেল আরোহী মো. জহিরুল ইসলামকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালের দিকে তার মৃত্যু হয়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে আহত ব্যক্তিকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে শুনেছি।