প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি, ঝরেপড়া রোধসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবদুল্লাহ আল মামুনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) পদে মনোনীত করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই পদকের জন্য প্রার্থী বাছাই করা হয়। আবদুল্লাহ আল মামুন সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের আবদুজ্জাহের ও রৌশন আক্তার দম্পতির ছেলে।