Print Date & Time : 22 July 2025 Tuesday 10:05 pm

নোয়াখালী পৌরসভার ৭ হাজার পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রতিনিধি, নোয়াখালী: আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে নোয়াখালী পৌর এলাকার ৭ হাজার পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র শহীদ উল্যাহ খাঁন সোহেল।

সোমবার ( ১৮ মে) সকালে পৌর ভবনসহ ৯টি ওয়ার্ডেও হতদরিদ্র্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী নিতে আসা মানুষগুলোকে পৌরসভায় স্থাপিত জীবাণুনাশক টানেলের মাধ্যমে স্প্রে করা হয়। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন মেয়র।

এ সময় মেয়র শহীদ উল্যাহ খাঁন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতির শুরু থেকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।