Print Date & Time : 7 September 2025 Sunday 9:15 pm

নোয়াখালী হাসপাতালের ডোবায় পড়ে রোগীর মৃত্যু

প্রতিনিধি, নোয়াখালী: ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম পলাশ (৪০) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজন আশ্রাফ হোসেন জানান, পলাশ গত মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সন্ধ্যার পরে তাকে হাসপাতালে রেখে তার স্ত্রী একটি ওষুধ আনতে যায়। ফিরে এসে তার স্ত্রী তার কোন খোঁজ পায়নি। আজ দুপুরের দিকে সে তার স্বামীর মরদেহ হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে বলে জানতে পারে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।