Print Date & Time : 7 July 2025 Monday 12:28 am

ন্যায্যমূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেবে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে বাহিনীটি।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।

এদিন অতিরিক্ত দামে পণ্য বিক্রির কারণে ২০ অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে কমান্ডার আল মঈন বলেন, সরকার-নির্ধারিত ও ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে র‌্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছেন বলেও জানান আল মঈন।

তাছাড়া সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, রোববার পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাবের ধারাবাহিক অভিযান চলমান থাকবে।