নিজস্ব প্রতিবেদক: অতিদ্রুত গার্মেন্ট খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা ও এর দাবিতে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের গুলি করে হত্যা ও তাদের ওপর দমনপীড়নের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল শুক্রবার আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে দলটি এসব দাবি করে।
সমাবেশে সিপিবির নেতারা বলেন, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, আয়-বৈষম্য শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শ্রমিকরা বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদেই আন্দোলনে নেমেছে। অথচ গাজীপুর, মিরপুরসহ বিভিন্ন অঞ্চলে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য সরকার-মালিকপক্ষ পুলিশ ও গুণ্ডাবাহিনীকে দিয়ে হামলা চালাচ্ছে। পাশাপাশি মামলাও দেয়া হচ্ছে। গুলি করে শ্রমিক হত্যা করা হচ্ছে। এসব করে শ্রমিকের যৌক্তিক আন্দোলনকে দমনের চেষ্টা কখনই সফল হবে না।
দলের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিকনেতা রুহুল আমিন, শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম প্রমুখ।
সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ নয়: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না।
গতকাল শুক্রবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, বিএনপি যে সন্ত্রাসী দল; তা ২৮ অক্টোবর আবারও প্রমাণ হয়েছে। সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য।
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে। ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত তাণ্ডব চালিয়েছে দাবি করে এর নিন্দা জানান তথ্যমন্ত্রী।
এর আগে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বনানীতেও ১৫ আগস্ট ও ৩ নভেম্বর শহিদদের কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা।