নুরুন্নাহার চৌধুরী কলি : বিতর্কিত কোম্পানি ন্যাশনাল ফিড লিমিটেড। তালিকাভুক্তির ১০ বছরের ব্যবধানে লাভজনক থেকে লোকসানে কোম্পানিটি। সেইসঙ্গে ঋণের বোঝায় ডুবছে ন্যাশনাল ফিড। প্রায় ৪৭ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এবার ন্যাশনাল ফিড মিল ও তার সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল হ্যাচারির সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া।
ব্যাংক সূত্র জানায়, ন্যাশনাল ফিড ও তার সহযোগী প্রতিষ্ঠান দুটির ন্যাশনাল হ্যাচারির কাছে ২০২৪ সালের ৩১ এপ্রিল শেষে ব্যাংক এশিয়ার বকেয়া ঋণ দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটি ৯৩ লাখ টাকা। দফায় দফায় তাগিদ ও তাগাদা আইনি নোটিশের পরও ঋণ পরিশোধ না করেনি ন্যাশনাল ফিড। যে কারণে ঋণগুলো খেলাপি হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় আদালতের অনুমতি নিয়ে বন্ধকী সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু করেছে ব্যাংক। ব্যাংকটির শান্তিনগর শাখা ঋণ আদায়ে গাজীপুর অর্থঋণ আদালতের আদেশে ন্যাশনাল ফিডের সম্পত্তি নিলামে তুলছে। এরইমধ্যে এ বিষয়ে সংবাদপত্রে নিলাম বিজ্ঞপ্তিও দিয়েছে ব্যাংক এশিয়া।
সূত্রগুলো বলছে, গাজীপুরে থাকা ন্যাশনাল ফিডের ১৫ একর ৭৭ শতক জমি ও কোম্পানির কারখানা ভবন নিলামে তোলার ঘোষণা দিয়েছে ব্যাংক এশিয়া। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আগ্রহীদের নিলামে অংশ নেয়ার আহ্বান জানিয়েয়ে ব্যাংকটি। দরপত্র আহ্বান করা হয়েছে এবং ১৫ জুলাই পর্যন্ত আগ্রহী পক্ষরা অংশ নিতে পারবে।
ন্যাশনাল ফিডের ঋণ ও নিলাম বিষয়ে জানতে কোম্পানিটির দায়িত্বশীলদের কাউকে পাওয়া যায়নি। কোম্পানি সচিবের দায়িত্বে থাকা জাহিদুল ইসলামের ফোনও বন্ধ পাওয়া গেছে।
ন্যাশনাল ফিড মিলের সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুাযায়ী, ন্যাশনাল ফিডের মোট বকেয়া ঋণ ৬৩ কোটি ৫০ লাখ টাকা ছাড়িয়েছে। যার মধ্যে ব্যাংক এশিয়ায় ২৭ কোটি ৭৪ লাখ, মেঘনা ব্যাংকে ১৭ কোটি ১৬ লাখ ও সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৮ কোটি ৬০ লাখ টাকা ঋণ রয়েছে। কিন্তু লোকসানের কারণে কোম্পানিটি ঋণ পরিশোধ করতে পারছে না। আর কাগজে-কলমে মোট সম্পদ ১৭৬ কোটি টাকা দেখানো হয়েছে। কিন্তু স্থায়ী সম্পদ মাত্র ২৮ কোটি ১১ লাখ টাকা। ২০২৪ সালে প্রায় সাড়ে ছয় কোটি টাকা লোকসান গুণেছে ন্যাশনাল ফিড। যে কারণে বিনিয়োগকারীদের লভ্যাংশও দেয়নি কোম্পানিটি।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় ন্যাশনাল ফিড মিল ১০ টাকা অভিহিত মূল্যে এক কোটি ৮ লাখ শেয়ার ছেড়ে ১৮ কোটি টাকা সংগ্রহ করে। আইপিও’র মাধ্যমে তোলা অর্থের ৪০ শতাংশ ঋণ পরিশোধ ও ৪৫ শতাংশ ব্যবসা সম্প্রসারণে ব্যয় করে ন্যাশনাল ফিড। কিন্তু তারপরও কোম্পানিটির অবস্থার উন্নতি হয়নি। বরং লাভজনক দেখিয়ে পুঁজিবাজারে আসা কোম্পানি এক দশকেই লোকসানে পড়েছে। ২০২৪ সালে কোম্পানির বার্ষিক আয় কমে মাত্র ৩০ কোটি টাকায় দাঁড়ায়, এ বছরে লোকসান দাঁড়ায় ৬ কোটি ৬২ লাখ টাকা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে আয় আরও কমে ৪ কোটি ৩৬ লাখ টাকায় নামে। এ সময়ে লোকসান হয় ২ কোটি ২৭ লাখ টাকা।
বিশ্লেষকরা বলছেন, বিগত সরকারের আমলে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়ে কয়েকটি কোম্পানি পুঁজিবাজার থেকে টাকা তুলে সরিয়ে নিয়েছে। লাভজনক হবার স্বপ্ন দেখিয়ে টাকা তোলা হলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা গেছে। কিন্তু কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। যার পরিণ তি কোম্পানিগুলোর শেয়ার নিয়ে বিপাকে পড়ছে বিনিয়োগকারীরা। ন্যাশনাল ফিডও তেমনি একটি কোম্পানি, যা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে।