শেয়ার বিজ সংবাদদাতা, টঙ্গী: গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় হিট চেম্বারে বিস্ফোরণের ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লাল চান মিয়ার। তার বাড়ি টঙ্গীর পাগাড়ের ঝিনু মার্কেট এলাকায়। এ ঘটনায় মৃত্যের সংখ্যা দাঁড়াল তিনে।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তদন্ত কমিটির প্রধান হিসেবে তদন্ত শুরু করেছেন। গতকাল বুধবার সকালে তদন্ত দল কারখানার বিস্ফোরণস্থল ঘুরে ঘুরে দেখেন ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিস্ফোরণ ঘটনার পর তছনছ হয়ে যাওয়া আলামতগুলো যাতে নষ্ট না হয়ে যায় সে জন্য পুলিশ কারখানার প্রবেশ পথগুলো সিলগালা করে দিয়েছে। কর্তৃপক্ষ মেইন গেটে নোটিস টানিয়ে আগামী শুক্রবার পর্যন্ত কারখানা ছুটি ঘোষণা করেছে। শ্রমিক কর্মচারী ও মালিক পক্ষ নিহত ও আহতদের সমবেদনা জানিয়ে প্রধান ফটকে শোক ব্যানার টানিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন জানান, সুষ্ঠু তদন্তের লক্ষ্যে কারখানায় স্থাপন করা সিসি টিভির ফুটেজের ক্যামেরা ও আলামতগুলো জব্ধ করা হয়েছে। বিস্ফোরণের আগে-পরে ঘটে যাওয়া ঘটনাগুলোর তথ্য সঠিকভাবে বের করতে সিসি টিভি জব্ধ করা হয়েছে। ফুটেজ দেখে সঠিক তথ্য বের করা যাবে।
টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক কর্মচারীসহ ছয়-সাতজনকে আসামি করা হয়েছে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, বিস্ফোরণের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে টঙ্গীর ন্যাশনাল ফ্যান কারখানায় হিট চেম্বারে বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত ও ৩০ জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় কারখানার দ্বিতীয় তলার ফ্যানের কাঁচামালসহ অন্যান্য সামগ্রী।