নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কোতোয়ালী থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে ৮০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ২টি বিদেশী অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ মঙ্গলবার সকালে এক খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর ডেপুটি কমিশনার ওয়ালিদ হোসেন।
এবিষয়ে সকল তথ্য নিয়ে আজ মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশের গোয়েন্দা বিভাগের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছে ডিবি পুলিশ।
উল্লেখ্য, গত ১০ মে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে খোয়া যায়। দিনেদুপুরে ঘটে যাওয়া ওই চাঞ্চল্যকর ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।
দায়ের করা একটি মামলায় চারজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মী।