Print Date & Time : 13 September 2025 Saturday 10:44 am

ন্যাশনাল ব্যাংকের অফিসারদের প্রশিক্ষণ

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে রোববার ১৫ দিনব্যাপী ‘অফাধহপব ঈড়ঁৎংব ড়হ ঈৎবফরঃ ঙঢ়বৎধঃরড়হ ্ জরংশ গধহধমবসবহঃ রহ ইধহশং’ (১ংঃ ইধঃপয) শীর্ষক কোর্সের উদ্বোধন করা হয়। ওই কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় থেকে সর্বমোট ৩৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ভিপি শাহ্ সৈয়দ রাফিউল বারী। বিজ্ঞপ্তি