Print Date & Time : 11 September 2025 Thursday 11:35 pm

ন্যাশনাল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গতকাল ঢাকার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মুরশিদ কুলি খান এবং মো. শফিকুর রহমান। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার এবং পরিচালক মোয়াজ্জেম হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেনের সভাপতিত্বে ব্যাংকের ২১৯টি শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি